সঠিক উত্তর হচ্ছে: প্রাদি সমাস
ব্যাখ্যা: প্রাদি সমাস \r\n─━━━━━━⊱✿⊰━━━━━━─\r\nপূর্বপদে উপসর্গ বসে যে সমাস হয়, তাকে বলে প্রাদি সমাস। [প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক: ১৩; তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা: ৯৭] প্র, প্রতি, অনু প্রভৃতি অব্যয়ের সঙ্গে যদি কৃৎ প্রত্যয় সাধিত বিশেষ্যের সমাস হয়, তবে তাকে প্রাদি সমাস বলে। যথা-\r\n\r\nপরি (চতুর্দিকে) যে ভ্রমণ = পরিভ্রমণ \r\nঅনুতে (পশ্চাতে) যে তাপ = অনুতাপ\r\nপ্র (প্রকৃষ্ট রূপে) ভাত (আলোকিত) = প্রভাত \r\nপ্র (প্রকৃষ্ট রূপে) গতি = প্রগতি [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ১৯]\r\nপ্র (প্রকৃষ্ট) যে বচন = প্রবচন [বাংলাদেশ বন উন্নয়ন কর্পোরেশনের সহকারী ব্যবস্থাপক: ১৩]