সঠিক উত্তর হচ্ছে: ৭২.০৫ বছর
ব্যাখ্যা: – জনসংখ্যা বৃদ্ধির হার- ১.৩৭%। – পুরুষ-মহিলার অনুপাত- ১০০.৩:৫১০০। – জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিমি— ১,০৯০ জন। – স্থূল জন্মহার ও মৃত্যুহার (প্রতি ১০০০ জনে) জন্ম ১৮.৭ জন ও মৃত্যু ৫.১ জন। – শিশু মৃত্যুহার (এক বছরের কমবয়সী প্রতি হাজার জীবিত জন্মে)– ২৮ জন। – পুরুষদের গড় আয়ু ৭০.৩ থেকে উন্নীত হয়েছে ৭০.৬ বছরে। আর নারীদের গড় আয়ু ৭২.৯ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭৩.৫ বছর।