সঠিক উত্তর হচ্ছে: 0
ব্যাখ্যা: বুলিয়ান অ্যালজেবরার সত্য এবং মিথ্যাকে যথাক্রমে বাইনারি 1 এবং 0 দিয়ে প্রকাশ করা হয়। বুলিয়ান অ্যালজেবরা যোগের ক্ষেত্রে যে সব নিয়ম মেনে চলে সেগুলো নিম্নরূপ- (১) 0 + 0 = 0 (২) 0 + 1 = 1 (৩) 1 + 0 = 1 (৪) 1 + 1 = 1প্রথম থেকে তৃতীয় সমীকরণ আমাদের প্রচলিত যোগের নিয়মের সঙ্গে মিল আছে, কিন্তু চতুর্থ সমীকরণ অর্থাৎ 1 + 1 = 0(ক্যারি ১)