সঠিক উত্তর হচ্ছে: নাটক
ব্যাখ্যা: সংগীতমাধব মূলত একটি নাটক। এটি গোবিন্দদাস রচিত একটি সংস্কৃত নাটক। গোবিন্দদাস বিদ্যাপতির অনুসারী ছিলো এজন্যে তাকে অনেক সময় দ্বিতীয় বিদ্যাপতি বলে ডাকা হয়। তার আসল উপাধি ছিল সেন। গোবিন্দদাস প্রায় সাড়ে চারশত বৈষ্ণব পদ রচনা করেন। অলংকার চাতুর্য, ছন্দ ঝংকার ও রস মাধুর্য ছিলো তার লেখনির অন্যতম বৈশিষ্ট্য। [তথ্যসূত্রঃ প্রথম আলো সাহিত্য সাময়িকী ]