সঠিক উত্তর হচ্ছে: শামসুর রাহমান
ব্যাখ্যা: শামসুর রাহমান বাংলা কাব্যে সর্বসময় নাগরিকতার ধারক। তাঁর প্রথম কাব্যগ্রন্থ প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে (১৯৫৯)। এখানে তাঁর মনোবিশ্বের চূড়ায় উড্ডীন পতাকার মূলে রয়েছে ঢাকার বস্তি-গ্রাম-নগরের মিশ্র জনপদ। নাগরিক জীবনের ক্লান্তি, ব্যর্থতা, শোভাহীনতা, নৈঃসঙ্গ্য শামসুর রাহমান সেলাই করে দিয়েছেন তাঁর প্রথম কাব্যগ্রন্থের অনেক স্তবকে। ‘কোনো পরিচিতাকে’, ‘তিনশো টাকার আমি’, ‘আত্মজীবনীর খসড়া’, ‘যুদ্ধ’ প্রভৃতি প্রতিবেশ-নিয়ন্ত্রিত কবিতায় – এমনকি ‘রূপালি’ স্বপ্নের মতো স্বপ্নঝরা কবিতায়ও।