সঠিক উত্তর হচ্ছে: ব্যাধি
ব্যাখ্যা: দুর্নীতি বিশ্ববাসীর জন্য একটি অভিশাপ। যে দেশে দুর্নীতি প্রবণতা যত বেশি, সে দেশের উন্নয়নের হার তত কম। আবার, যে দেশে নীতি-নৈতিকতা এবং ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের অনুশীলন যত বেশি, সে দেশে দুর্নীতি প্রবণতা তত কম। এ সর্বনাশা মরণ ব্যাধির শিকার পুরো সমাজব্যবস্থা।\n[তথ্যসূত্রঃ নৈতিকতা ও সুশাসন, নবম দশম শ্রেণী]