সঠিক উত্তর হচ্ছে: ইনডেক্সিং
ব্যাখ্যা: ইনডেক্স হচ্ছে সুসজ্জিতভাবে বা সুবিন্যাস্ত ভাবে তথ্যাবলীর সূচী প্রনয়ন করা। ডেটাবেজ থেকে ব্যবহারকারী কোন ডেটা তে তাড়াতাড়ি খুঁজে বের করতে পারে সেজন্য ডেটাকে একটি বিশেষ অর্ডারে সাজিয়ে রাখা হয়। ডেটাবেজের টেবিলের কর্ডসমূহকে এরূপ কোন লজিক্যাল অর্ডারে সাজিয়ে রাখাকেই ইনডেক্স বলে। ডেটাবেজের এক বা একাধিক ফিল্ডের উপর ইনডেক্স করে Alphabetically বা Numerically সাজানো যায়।\n[ তথ্যসূত্রঃএকাদশ ও দ্বাদশ শ্রেণী: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অধ্যায়-৬.৬: ইনডেক্স(Index)]\n