সঠিক উত্তর হচ্ছে: গভীর জলের মাছ
ব্যাখ্যা: যার অনেক বুদ্ধী আছে বাগধারাটির অর্থ \"গভীর জলের মাছ \"\n\"বুদ্ধির ঢেঁকি\" বাগধারাটির অর্থ : নিরেট মূর্খ / নির্বোধ লোক।\nভূষণ্ডীর কাক বাগধারাটির অর্থ দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি।\n\"বিড়াল তপস্বী \" বাগধারা অর্থ ভন্ড লোক, কপট সাধু, ভন্ড সাধু,।\n