সঠিক উত্তর হচ্ছে: বিষবৃক্ষ
ব্যাখ্যা: বিষবৃক্ষ\' বঙ্কিমচন্দ্র রচিত সামাজিক উপন্যাস। এই উপন্যাসের পটভূমি বিধবাবিবাহ আইন পাস হওয়ার সময়কাল। এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র- নগেন্দ্রনাথ, কুন্দনন্দিনী, সূর্যমুখী, হীরা ইত্যাদি। [তথ্যসূত্র - বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর]