সঠিক উত্তর হচ্ছে: San Jose Research Centre
ব্যাখ্যা: ১৯৭৪ সালে SQL আইবিএম-এর San Jose Research Center এ তৈরি করা হয়। SQL ডেটা ডেফিনেশন ও ডেটা ম্যানিপুলেশন ল্যাংগুয়েজ হিসেবে বিভিন্ন RDBMS (যেমন- DB2, SQL/DS ORACLE, INGRES, FOXPRO ইত্যাদি) এ ব্যবহৃত হয়। Tuple Calculas এর উপর ভিত্তি করে SQL তৈরি করা হয়েছে।\n[তথ্যসূত্রঃ ষষ্ঠ অধ্যায় পাঠ-৬.৫ (কুয়েরি), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি]