সঠিক উত্তর হচ্ছে: পলল পাখা
ব্যাখ্যা: নদীবাহিত পলি সঞ্চিত হয়ে সঞ্চয়জাত ভূমিরূপের সৃষ্টি করে। নদী দ্বারা সৃষ্ট সঞ্চয়জাত ভূমিরূপের মধ্যে রয়েছে:- ব-দ্বীপ- প্লাবন সমভূমি, পাদদেশীয় পলল সমভূমি,পলল পাখা, পলল কোণ প্রভৃতি।অন্যদিকে,নদী দ্বারা সৃষ্ট ক্ষয়জাত ভূমিরূপের মধ্যে রয়েছে:- ভি আকৃতির উপত্যকা, গিরিখাত ও ক্যানিয়ন, জলপ্রপাত প্রভৃতি। [তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী]