সঠিক উত্তর হচ্ছে: 6000 টাকা
ব্যাখ্যা: শফি প্রথমবারে 12 মাসের জন্য বিনিয়োগ করে 10000 টাকা
\nবছর শেষে বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় (10000 x 12) = 120000 টাকা।
\nআবার 4 মাস পরে 5000 টাকা বছরের বাকী 8 মাসের জন্য বিনিয়োগ করে।
\nসেক্ষেত্রে বছর শেষে বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় (5000 x 8) টাকা = 40000 টাকা।
\nবছর শেষে শফির মোট বিনিয়োগের পরিমাণ = (120000 + 40000) = 160000 টাকা।
\nঅপরদিকে, নয়ন 20000 টাকা 12 মাসের জন্য বিনিয়োগ করে। বছর শেষে নয়নের বিনিয়োগের পরিমাণ = (20000 x 12) টাকা = 240000 টাকা।
\nশফি ও নয়নের মূলধনের অনুপাত = 160000 : 240000 = 2 : 3
\nঅনুপাতের যোগফল = 2 + 3 = 5
\nশফি লাভ পায় = (15000 এর 2/5) টাকা = 6000 টাকা। (উত্তর) \n