সঠিক উত্তর হচ্ছে: ক্রন্দন
ব্যাখ্যা: সমাসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিধান খাটে না। এরূপ ক্ষেত্রে ন হয়। যেমন- ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, পরনিন্দা, অগ্রনায়ক ইত্যাদি।
ত-বর্গীয় বর্ণের সাথে যুক্ত ন কখনো ণ হয় না। যেমন- অন্ত, গ্রন্থ, ক্রন্দন ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।