সঠিক উত্তর হচ্ছে: সামীপ্য
ব্যাখ্যা: ? অব্যয়ীভাব সমাস\n\n? পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে, তাকে অব্যয়ীভাব সমাস বলে।\n\n? ‘পূর্বপদে’ অব্যয়যোগে নিষ্পন্ন সমাস।\n? ‘অব্যয়’ বলতে বোঝায়, এমন কিছু শব্দ যাতে বিভক্তি যোগ করা যায় না, পুরুষ বা মহিলাবাচক করা যায় না, একবচন বা বহুবচন করা যায় না।\n? ‘অব্যয়’ পদের অর্থ প্রধান থাকে। [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক : ১২]\n─━━━━━━⊱✿⊰━━━━━━─\n\nশর্টকাট\nএকটি বাক্য মনে রাখুন : আহা নিরাপরাধ বেবিদের উপকারের প্রতি যথার্থ উৎসাহ অনুগ্রহ থাকা উচিত। [যদি কোন সমাসের প্রথম বর্ণ বা বর্ণ দুটো ‘আ’, ‘হা’, ‘নির’, ‘বে’, ‘বি’, ‘উপ’, ‘প্র’, ‘প্রতি’, ‘যথা’, ‘উৎ’ ‘অনু’ প্রভৃতি হয়, তাহলে সেই সমাসটি অব্যয়ীভাব হয়।]\n─━━━━━━⊱✿⊰━━━━━━─