সঠিক উত্তর হচ্ছে: রাশিয়া
ব্যাখ্যা: হাইপারসনিক ক্ষেপণাস্ত্র অ্যাভানগার্ড (Avangard) কোন দেশের তৈরি?— রাশিয়া। এটি রাশিয়ার সর্বাধুনিক এবং দ্রুতগতিসম্পন্ন আন্তমহাদেশীয় একটি মিসাইল বা ক্ষেপণাস্ত্র। এটি শব্দের গতির (770 মাইল) চেয়ে প্রায় 27 গুণ দ্রুতগতিতে ছুটতে পারে। 2018 সালের ডিসেম্বরে রাশিয়া এটি পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করে এবং 2020 সালে এটি রাশিয়ার সামরিক বাহিনীতে যুক্ত হবে। উল্লেখ্য, রাশিয়া ছাড়া পৃথিবীর কোন রাষ্ট্র এই অস্ত্র এখনো তৈরি করতে সক্ষম হয়নি।