সঠিক উত্তর হচ্ছে: চৌহদ্দি
ব্যাখ্যা: ভিন্ন ভিন্ন উৎস থেকে আগত একাধিক শব্দের মিলনে অথবা, ভিন্ন ভিন্ন উৎস থেকে আগত শব্দ ও শব্দাংশের (শব্দাংশ বলতে এখানে উপসর্গ ও প্রত্যয়) মিলনে যে শব্দ গঠিত হয়, তাকে মিশ্র শব্দ বা সংকর শব্দ বলে।\nযেমন – হাট-বাজার দুটি ভিন্ন শব্দ নিয়ে গঠিত। হাট শব্দটি বাংলা আর বাজার শব্দটি ফারসি।\n[তথ্যসূত্রঃ বাংলা ব্যাকরণ বই নবম দশম শ্রেণী ]