সঠিক উত্তর হচ্ছে: কাঞ্চনগ্রাম
ব্যাখ্যা: আলমগড়ের উপকথা উপন্যাসটি ইতিহাসের চেতনার প্রেক্ষাপটে রচিত। কাশবনের কন্যা শামসুদ্দীন আবুল কালামের সবচেয়ে বিখ্যাত ও মিথিক্যাল উপন্যাস। এই উপন্যাসে জমি, মানুষ এবং প্রকৃতির সমান্তরাল চিত্র অঙ্কিত হয়েছে। জায়জঙ্গল উপন্যাসের পটভূমি সুন্দরবন। আর ‘কাঞ্চনগ্রাম’ মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত। উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য- মোহসীনা নাজিলা