সঠিক উত্তর হচ্ছে: পটাশিয়াম ক্লোরাইড 0.75 মিলিগ্রাম
ব্যাখ্যা: ডায়রিয়ার মূল সমস্যা হল দেহ হতে পানি ও লবণ বের হয়ে যায়। এতে পানিশূন্যতা দেখা দেয়। এ জন্য ডায়রিয়া রোগীকে ওর-স্যালাইন (ORS) খাওয়ার পরামর্শ দেওয়া হয়। ওর স্যালাইনের (ORS) উপাদান হলো সোডিয়াম ক্লোরাইড 1.30 মিলিগ্রাম, পটাশিয়াম ক্লোরাইড 0.75 মিলিগ্রাম। নরমাল স্যালাইন সোডিয়াম ক্লোরাইডের 0.90% জলীয় দ্রবণ।