সঠিক উত্তর হচ্ছে: ৭
ব্যাখ্যা: যে ধ্বনি উচ্চারণের সময় মুখের ভেতর কোথাও বাধা পায় না এবং যা অন্য ধ্বনির সাহায্য ছাড়া সম্পুর্নভাবে উচ্চারিত হত তাকে স্বরধ্বনি বলে । বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি ৭ টি । যথাঃ অ, আ, ই, উ, এ, ও, অ্যা । [তথ্যসূত্রঃ বাংলা ব্যকরণ ও নির্মিত - নবম-দশম শ্রেণি - পৃষ্ঠা নং১২]