সঠিক উত্তর হচ্ছে: উপমান কর্মধারয়
ব্যাখ্যা: শশব্যস্ত = শশকের ন্যায় ব্যাস্ত, উপমান কর্মধারয় সমাসের উদাহরণ। সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। [সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]
টেকনিক: সমস্ত পদটি বিশেষ্য + বিশেষণ পদ দ্বারা গঠিত হলে উপমান কর্মধারয় সমাস এবং বিশেষ্য + বিশেষ্য পদ দ্বারা গঠিত হলে উপমিত কর্মধারয় সমাস হয়।