সঠিক উত্তর হচ্ছে: গ্রামীণফোন
ব্যাখ্যা: গ্রামীণফোন দেশে প্রথমবারের মতো ই-সিম (embedded-SIM) চালু করে। ৭ মার্চ ২০২২ থেকে ই-সিম দেশের বাজারে পাওয়া যাচ্ছে। গ্রামীণফোনের গ্রাহকেরা ই-সিম সমর্থন করে এমন ডিভাইসে প্লাস্টিক সিম কার্ড ছাড়াই কানেকটিভিটির সুবিধা উপভোগ করতে পারবেন। বহু নেটওয়ার্ক ও নম্বর একটি ই-সিমে সংযুক্ত করা যাবে।\nই-সিম কী? সিম কার্ড ছাড়াই মোবাইল নেটওয়ার্ক ব্যবহারের ডিজিটাল পদ্ধতি।\n[তথ্যসূত্রঃ দৈনিক পত্রিকা]