সঠিক উত্তর হচ্ছে: দুঃ+নীতি
ব্যাখ্যা: (বিসর্গ+ ব্যঞ্জন সন্ধি) , পূর্বপদের শেষে যদি বিসর্গ (র জাত) থাকে পরপদের প্রথমে যদি বর্গের ৩য়, ৪র্থ, ৫ম বর্ণ কিংবা য/ র/ ল/ হ থাকে , তাহলে বিসর্গের স্থলে রেফ () হয়ে পরের ব্যঞ্জনে যুক্ত হয়। যেমন; দুঃ+ দন্ত= দুর্দান্ত , নিঃ+ মান= নির্মাণ।