সঠিক উত্তর হচ্ছে: তৎপুরুষ
ব্যাখ্যা: পূর্বপদের বিভক্তি লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে। আর পূর্বপদের ষষ্ঠী বিভক্তি (র,এর) লোপ পেয়ে যে তৎপুরুষ সমাস হয়, তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস। যেমন: পুষ্পসৌরভ (পুষ্পের সৌরভ) । এরূপ-বটতলা, ধানক্ষেত, মাতৃসেবা, কবিগুরু, পিতৃতুলাম, মার্তণ্ডপ্রায় ইত্যাদি।