নিচের অপশন গুলা দেখুন
- সাঁওতাল
- মণিপুরী
- রাখাইন
- গারো
সাঁওতাল জনগোষ্ঠী বাংলাদেশ ভূখন্ডের আদিতম বাসিন্দাদের অন্যতম। তাদের প্রধান উৎসব হলো \'\'সোহরাই\'\'। এছাড়া বাহা, ঝুমুর নাচ, ঝিকা নাচ ও দোন তাদের উল্লেখযোগ্য সাংস্কৃতিক ঐহিত্য।
ওয়ানগালা, সাংগ্রেই এবং বিঝু যথাক্রমে গারো, রাখাইন এবং চাকমাদের উৎসব।
উৎসঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : অষ্টম শ্রেণী