সঠিক উত্তর হচ্ছে: ফিনল্যান্ড
ব্যাখ্যা: লিনাক্স মূলত একটি অপারেটিং সিস্টেম। উইন্ডোজ আইওএস এবং ম্যাক ওএসের মতই লিনাস একটি অপারেটিং সিস্টেম এটি পৃথিবীর অন্যতম একটি জনপ্রিয় অপারেটিং সিস্টেমটি যেটি অ্যান্ড্রয়েড ডিভাইসের ব্যাক এন্ড হিসাবেও কাজ করে। লিনাক্স উনিশশো নব্বই দশকে এটি প্রথম তৈরী করেন ফিনিশ সফটওয়্যার ডেভেলপার Linus Torvalds .লিনাক্স অপারেটিং সিস্টেম এর কোর ভার্সন টি (Version 1.0 ) তিনি ১৯৯৪ সালে রিলিজ করেন।এর পর বিভিন্ন সফটওয়্যার ডেভেলপার এর হাত ধরে আজকে এটি মহীরুহে পরিণত হয়েছে।লিনাক্স অপারেটিং সিস্টেমের ডেভেলপার ফিনল্যান্ড দেশের।