সঠিক উত্তর হচ্ছে: চীনে
ব্যাখ্যা: সেরিকালচার
\nরেশম সুতা উৎপাদনের লক্ষ্যে রেশম পোকা প্রতিপালনকে রেশম চাষ বলা হয়। রেশম চাষের ইংরেজি শব্দ Sericulture. এর আভিধানিক অর্থ Culture of sericine বা সেরিসিন নামক এক ধরনের প্রোটিনের লালন। এই সেরিসিন হলো রেশমের মূল গাঠনিক পদার্থ অর্থাৎ যে জীব সেরিসিন নাম প্রোটিন বস্তু প্রস্তুত করে তার লালন-পালনই হচ্ছে সেরিকালচার।
\n\n? সর্বপ্রথম চীন দেশে রেশম সুতা আবিষ্কৃত হয়।
\n\n? খ্রিষ্টের জন্মের প্রায় সাড়ে পাঁচশত বছর পর দুই ইউরোপীয় পাদ্রী চুরি করে রেশম উৎপাদনের কৌশল শিখে নেন এবং কিছু রেশম পোকা ও তুঁত গাছের বীজ নিয়ে গিয়ে ইউরোপে রেশম চাষ শুরু করেন। \n