সঠিক উত্তর হচ্ছে: লেবানন
ব্যাখ্যা: ১৯৮১ সালে উপসাগরীয় অঞ্চলের আরব দেশগুলো নিয়ে গঠিত হয় Gulf Cooperation Council (GCC)। এর সদরদপ্তর- রিয়াদ, সৌদি আরব। সদস্য দেশ ৬ টি। দেশগুলো হলো- সৌদি আরব, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন। [তথ্যসূত্রঃ gcc-sg.org]