সঠিক উত্তর হচ্ছে: কোথায় আমরা একত্রিত হব?
ব্যাখ্যা: বিভিন্ন কারণে ভাষার অপপ্রয়োগ ঘটতে পারে। যেমন : বানান, শব্দ রূপান্তর, শব্দদ্বিত্ব, বচনজাত, নির্দেশক, সন্ধি, সমাস, উপসর্গ, বিভক্তি, প্রত্যয়,চিহ্ন, পক্ষ, কারক, বাচ্য, বাগধারা ইত্যাদি।\nসঠিক প্রয়োগঃ কোথায় আমরা একত্র হব?\n[তথ্যসূত্রঃ ভাষা ও শিক্ষা - হায়াৎ মামুদ]