সঠিক উত্তর হচ্ছে: SQL
ব্যাখ্যা: ৩(তিনটি) কুয়েরি ল্যাংগুয়েজ সর্বাধিক গ্রহণযোগ্যতা পেয়েছে। যথা\n১। QUEL - QUEery Language\n২। QBE - Query By Example\n৩। SQL-Structured Query Language\nতিনটি কুয়েরি ল্যাংগুয়েজের মধ্যে SQL সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। ANSI (American National Standard Institution) এর Standard ডেফিনেশন অনুসারে SQL রিলেশনাল ডেটাবেজের জন্য আদর্শ কুয়েরি ল্যাংগুয়েজ হিসেবে প্রচলিত হয়েছে। \nSQL আইবিএম-এর San Jose Research Center এ তৈরি করা হয়। SQL ডেটা ডেফিনেশন ও ডেটা ম্যানিপুলেশন ল্যাংগুয়েজ হিসেবে বিভিন্ন RDBMS (যেমন- DB2, SQL/DS ORACLE, INGRES, FOXPRO ইত্যাদি) এ ব্যবহৃত হয়। Tuple Calculas এর উপর ভিত্তি করে SQL তৈরি করা হয়েছে।\n[তথ্যসূত্রঃ ষষ্ঠ অধ্যায় পাঠ-৬.৫ (কুয়েরি), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি]