সঠিক উত্তর হচ্ছে: অ্যাসটিভেশন
ব্যাখ্যা: ব্যাঙ হলাে এক উভচর প্রাণী।ব্যাঙ ঠাণ্ডা রক্তের প্রাণীর অন্তর্ভুক্ত। ঠাণ্ডা রক্তের অন্যান্য প্রাণীদের মতাে এরও শরীরের তাপমাত্রা স্থির থাকে না। পারিপার্শ্বিক তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে এদের শরীরের তাপমাত্রা পরিবর্তিত হয়। শীতের শুরুতে যখন তাপমাত্রা কমতে আরম্ভ করে তখন এদের শরীরের তাপমাত্রাও নিচের দিকে নামতে থাকে। তার ফলে এর শরীরবৃত্তিয় ক্রিয়া-কলাপের গতি মন্দিভূত হয়। নিজেকে বাচিয়ে রাখার জন্যে তখন সে পুকুরের তলদেশে নরম মাটিতে প্রায় ৬০ সেন্টিমিটার গভীরে চলে যায়। এ রকম অসাড়, অবশ অবস্থায় পুরাে শীতকালটাই এরা বিশ্রামে কাটায়। এ সময়টাকে এদের শীতকালীন ঘুম বা হাইবারমেশন পিরিয়ড বলে। \nফেব্রুয়ারি মাসে আবহাওয়া মণ্ডলের তাপমাত্রা বাড়তে থাকে। তাতে এদের শারীরিক প্রক্রিয়ায় আনুকুল্য এনে দেয়। শীতের ঘুম ভেঙে তখন এরা মাটির বাইরে বেরিয়ে আসে। মে মাসে আবহাওয়ামণ্ডলের তাপমাত্রা দ্রুত বাড়তে আরম্ভ করে এবং জলাশয় শুকিয়ে যায়। নিজেকে বাঁচিয়ে রাখার তাগিদে আবার সেই ভিজে মাটির নিচে যাওয়া ছাড়া আর কোনাে উপায় থাকে না। ওই অবস্থাকে গ্রীষ্মকালীন ঘুম বা অ্যাসটিভেশন পিরিয়ড বলে। জুলাই মাসে বর্ষা আরম্ভ হলে ওরা আবার বাইরে বেরিয়ে আসে।