সঠিক উত্তর হচ্ছে: মিথিলা ও বাংলার মিশ্র ভাষা
ব্যাখ্যা: ব্রজবুলি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের দ্বিতীয় কাব্যভাষা বা উপভাষা। ব্রজবুলি মূলত এক ধরনের কৃত্রিম মিশ্রভাষা। মৈথিলি ও বাংলার মিশ্রিত রূপ হলো ব্রজবুলি ভাষা। হুমায়ুন আজাদ ব্রজবুলি ভাষা সম্পর্কে লিখেছেন,\"এ ভাষায় কোন অমধুর শব্দ নেই। কঠিন শব্দ নেই।যে-সকল শব্দ উচ্চারণ করলে শুনতে ভালো লাগে না,তাদের বদলে এখানে সুন্দর করা হয়। এজন্যে ব্রজবুলি খুব মিষ্টি,সুরময়,গীতিময় ভাষা।\" মিথিলার কবি বিদ্যাপতি (আনু. ১৩৭৪-১৪৬০) এর উদ্ভাবক।\n[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর ]