সঠিক উত্তর হচ্ছে: সোনার তরী
ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা নিরুদ্দেশ যাত্রা, হিং টিং ছট। চিত্রা কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা- উর্বশী, ১৪০০ সাল। কথা ও কাহিনী কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা দুই বিঘা জমি এবং নৈবেদ্য কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা ন্যায়দন্ড।