সঠিক উত্তর হচ্ছে: শ্রীরামপুর মিশন
ব্যাখ্যা: উপমহাদেশে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় ১৪৯৮ সালে গোয়ায়। এটি ছিল পর্তুগিজ ভাষার মুদ্রণযন্ত্র। ১৭৭৮ খ্রিস্টাব্দে চার্লস উইলকিন্স হুগলীতে প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠা করেন। উইলিয়াম কেরি ১৮০০ খ্রিস্টাব্দে জোশুয়া মার্শম্যানের সহযোগিতায় শ্রীরামপুর মিশনে মুদ্রণযন্ত্র স্থাপন করেন।