সঠিক উত্তর হচ্ছে: গৃহদাহ
ব্যাখ্যা: অপরাজেয় কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক রচিত একটি শ্রেষ্ঠ উপন্যাস \'গৃহদাহ\'। উপন্যাসটি \'ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয়। মহিম সুরেশের প্রতি অচলার আকর্ষণ বিকর্ষণ এই উপন্যাসের মূল উপকরণ। বিবাহ বহির্ভূত কথিত অসামাজিক প্রেমের কাহিনী এ উপন্যাস নিখুঁত ঘটনা সংস্থানে এ বর্ণনার মনস্তাত্ত্বিক সুতার দ্বারা আলোচিত হয়ে উঠেছে।\nতথ্যসূত্রঃ জিজ্ঞাসা,সৌমিত্র শেখর