সঠিক উত্তর হচ্ছে: SQL
ব্যাখ্যা: কম্পিউটার সহজে ব্যবহার এর জন্য উদ্ভাবিত বিশেষ কয়েকটি ভাষাকে চতুর্থ প্রজন্মের ভাষা বলা হয় । এই ভাষা সহজ হলেও প্রসেসিং ক্ষমতা বেশি লাগে । সহজে এপ্লিকেশন তৈরি করা যায় তাই একে Rapid Application Development (RAD) টুলও বলা হয় । কিছু চতুর্থ প্রজন্মের ভাষাঃ SQL, NOMAD, RPG, III, FOCUS, Intellect ইত্যাদি । \n[তথ্যসুত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি – একাদশ-দ্বাদশ শ্রেনী – প্রকৌশলী মুজিবুর রহমান- পৃষ্ঠা নং : ১৯৮]