সঠিক উত্তর হচ্ছে: ক্রোনা
ব্যাখ্যা: ইউরোপীয় ইউনিয়নভুক্ত পুরাতন সদস্য (১৫টি) রাষ্ট্রের মধ্যে যুক্তরাজ্য, ডেনমার্ক ও সুইডেন ইউরো গ্রহণ করেনি। সুইডেন এখন ও মুদ্রা হিসেবে \'ক্রোনা \' ব্যবহার করছে। অন্যদিকে পাউন্ড যেসব দেশে প্রচলিত সেগুলো হলো- যুক্তরাজ্য (পাউন্ড স্টার্লিং) ,সিরিয়া ,সাইপ্রাস ,লেবানন ,সুদান ও মিশর । ডলার প্রচলিত রয়েছে এরুপ কিছু দেশ হলো : যুক্তরাষ্ট্র,সিঙ্গাপুর, বাহরাইন, পূর্ব তিমুর, কানাডা, জ্যামাইকা , অস্ট্রেলিয়া ইত্যাদি এবং পেসো প্রচলিত রয়েছে এরুপ কিছু দেশ হলো - ফিলিপাইন, গিনি বিসাউ, মেক্সিকো ,কিউবা, আর্জেন্টিনা, চিলি, কলম্বিয়া ইত্যাদি।