সঠিক উত্তর হচ্ছে: ধান
ব্যাখ্যা: ময়না হলো বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত উচ্চ ফলনশীল একটি ধানের জাত। এটি বিআর-১২ নামে পরিচিত। বোরো ও আউশ উভয় মৌসুমে এটি চাষ করা যায়।
ধানের অন্যান্য জাতের মধ্যে বিভিন্ন প্রজাতির ব্রি, ইরি ও বিনা ধান, কালিজিরা, নাইজারশাইল, বিনাশাইল ইত্যাদি উল্লেখযোগ্য।
(সূত্রঃ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট ও কৃষিশিক্ষা বোর্ডবই)