সঠিক উত্তর হচ্ছে: ৪
ব্যাখ্যা: কপ-২৬ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোট ৪ টি প্রস্তাব উউত্থাপন করেন। কপ ২৬ সম্মেলনের আয়োজক ছিল যুক্তরাজ্য ও ইতালি যৌথভাবে। স্কটল্যান্ডের গ্লাসগোতে এটি অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি সভাপতিত্ব করেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ রাজনীতবিদ অলোক শর্মা। সম্মেলনে প্রায় ২০০ টি দেশের ১২০ জন রাষ্ট্রপ্রধান অংশ নেয়। \n[তথ্যসূত্রঃ প্রথম আলো]