সঠিক উত্তর হচ্ছে: কোনটিই নয়
ব্যাখ্যা: স্কটল্যান্ড এর গ্লাসগো তে অনুষ্ঠিত এবারের কপ-২৬ এ মোট ১২০ টি দেশের রাষ্ট্রপ্রধান উপস্থিত ছিলেন। এছাড়া সম্মলনে ২০০ টি দেশের প্রায় ২৫,০০০ হাজার প্রতিনিধিও অংশ নেয়। সম্মেলন টি আয়োজন করে ইটালি ও যুক্তরাজ্য যোথভাবে।[তথ্যসূত্রঃ TBS Newspaper ]