নিচের অপশন গুলা দেখুন
- স্নিগ্ধ-শ্যামল প্রকৃতি রূপ
- দেশ বিভাগজনিত জীবন যন্ত্রণা
- লোকায়ত জীবন-সংস্কৃতি
- যন্ত্রণাদগ্ধ শহরজীবন
সেলিম আল দীন রচিত \'কীত্তনখোলা\' (১৯৮৬) নাটকটির বিষয় হলো ‘লোকায়ত জীবন-সংস্কৃতি\'। নাটকটির কাহিনী হলো মেলায় আসা যাত্রাদলের অভ্যন্তরীণ প্রেম, ভালবাসা, বিরহ যেমন তুলে ধরা হয়েছে, ঠিক তেমনি তুলে ধরা হয়েছে এই নাটকে মানুষের বিভিন্ন পর্যায়ে রূপান্তরের কাহিনী। মোটকথা নাটকে বাংলার লোকায়ত জীবন ও\r\n\r\nসংস্কৃতিকে তুলে ধরা হয়েছে।