সঠিক উত্তর হচ্ছে: নাইট্রোজেন
ব্যাখ্যা: নাইট্রোজেনের অভাব পূরণের জন্যে কৃষিক্ষেত্রে ইউরিয়া সার ব্যবহার করা হয়। নাইট্রোজেন জাতীয় সারের মধ্যে ইউরিয়া সারই প্রধান ও বিশ্বব্যাপী বহুল ব্যবহৃত। এই সারে ৪০-৪৭ শতাংশ নাইট্রোজেন বিদ্যমান থাকে।
অন্যদিকে ফসফরাসের অভাব পূরণে ফসফেট জাতীয় সার, পটাশিয়াম ও জিংকের অভাব পূরণে পটাশ ও দস্তা জাতীয় সার প্রয়োগ করা হয়।
(সূত্র: উদ্ভিদ পুষ্টি ও সার ব্যবস্থাপনা : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)