সঠিক উত্তর হচ্ছে: দ্বিজ রামদেব
ব্যাখ্যা: \"অভয়ামঙ্গল\" কাব্যগ্রন্থের লেখক চট্টগ্রাম এর কবি দ্বিজ রামদেব। তিনি এটি চন্ডী আখ্যায়িকা অবলম্বনে রচনা করেছিলেন। গ্রন্থটির রচনা কাল ১৬৫৩। কাব্যটিতে দ্বিজ মাধবের সারদা চরিত্রের প্রভাব লক্ষ্য করা যায়। উল্লেখ্য, কবি মুকুন্দরাম চক্রবর্তীর চন্ডী মঙ্গলের ও অপর নাম অভয়ামঙ্গল। [তথ্যসূত্রঃ ভাষা ও সাহিত্য জিজ্ঞাস- ড.সৌমিত্র শেখর]