সঠিক উত্তর হচ্ছে: দ্বিজেন্দ্রলাল রায়
ব্যাখ্যা: ‘সাজাহান\' একটি ঐতিহাসিক নাটক।দ্বিজেন্দ্রলাল রায় (১৮৬৩ - ১৯১৩) রচিত এ নাটকটি ১৯০৯ সালে প্রথম প্রকাশিত হয়।দ্বিজেন্দ্রলাল রায় রচিত অন্যান্য ঐতিহাসিক নাটকের মধ্যে রয়েছে - নূরজাহান (১৯০৮) , প্রতাপসিংহ (১৯০৫) , সিংহল বিজয় (১৯১৬) ইত্যাদি।\n[তথ্যসূত্রঃ দৈনিক পত্রিকা ]