সঠিক উত্তর হচ্ছে: দীনেশ চন্দ্র দাশ
ব্যাখ্যা: ১৯২৩ সালে কলকাতা থেকে মাসিক \'কল্লোল\' পত্রিকা প্রকাশিত হয়। এ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন দীনেশরঞ্জন দাশ। \'কল্লোল\' পত্রিকায় নিয়মিত লিখতেন অচিন্ত্যকুমার সেনগুপ্ত\' শৈলজানন্দ মুখোপাধ্যায়, বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র, মানিক বন্দ্যোপাধ্যায় প্রমুখ । বুদ্ধদেব বসু সম্পাদিত পত্রিকা \'কবিতা\' সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকা \'বঙ্গশ্রী\' এবং প্রেমেন্দ্র মিত্র সম্পাদিত পত্রিকা \'কালিকলম\' ।