সঠিক উত্তর হচ্ছে: চীনা ইউয়ান
ব্যাখ্যা: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) রিজার্ভ মুদ্রা হিসেবে মর্যাদা পেয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের ইউয়ান। চীনের মুদ্রা ইউয়ান -কে রিজার্ভ মুদ্রার সিদ্ধান্ত কার্যকর হবেঃ ১ অক্টোবর, ২০১৬। IMF -এর রিজার্ভ মুদ্রা হিসেবে মর্যাদা পাওয়া ৫ টি মুদ্রা হচ্ছে- মার্কিন ডলার, ইউরো জোনের একক মুদ্রা ইউরো, জাপানি ইয়েন ও ব্রিটিশ পাউন্ড স্টার্লিং ও চীনের ইউয়ান।