সঠিক উত্তর হচ্ছে: ভৈরব
ব্যাখ্যা: - মনু, তিতাস, গোমতী , বাউলাই মেঘনার শাখা নদী।অপরপক্ষে ভৈরব হচ্ছে পদ্মার শাখা নদী। \n- পদ্মার প্রধান উপনদী মহানন্দা এবং পুনর্ভবা। পদ্মার বিভিন্ন শাখানদীর মধ্যে গড়াই, বড়াল আড়িয়াল খাঁ, কুমার, মাথাভাঙ্গা, ভৈরব ইত্যাদি অন্যতম। আবার পদ্মার বিভিন্ন প্রশাখা নদীসমূহ হলো- মধুমতী, পশুর, কপোতাক্ষ ইত্যাদি।\n[তথ্যসূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় - ৯ম ১০ম শ্রেনী]