সঠিক উত্তর হচ্ছে: ঘাটতি বাজেট
ব্যাখ্যা: বাজেট তিন প্রকার৷ ১. উদ্বৃত্ত বাজেট, ২. ঘাটতি বাজেট এবং ৩. সুষম বাজেট। \n১. উদ্বৃত্ত বাজেটঃ যে বাজেটে ব্যয়ের চেয়ে আয় বেশি। \n২. ঘাটতি বাজেটঃ যে বাজেটে ব্যয়ের চেয়ে আয় কম। \n৩. সুষম বাজেটঃ যে বাজেটে আয় ও ব্যয় সমান। \nবাংলাদেশের বাজেটে সাধারণত ব্যয়ের চেয়ে আয় কম হয়। যেটাকে ঘাটতি বাজেট বলা হয়।