সঠিক উত্তর হচ্ছে: ৩
ব্যাখ্যা: রেশম সুতা উৎপাদনের লক্ষ্যে রেশমপোকা প্রতিপালনকে রেশম চাষ বলে। এটি ফলিত প্রাণিবিজ্ঞান এর অন্যতম একটি শাখা। রেশম চাষের ইংরেজি শব্দ Sericulture - এর আভিধানিক অর্থ Culture of Sericin বা সেরিসিন নামক এক ধরনের প্রোটিন এর লালন। এই সেরিসিন হলো রেশমের মূল গাঠনিক পদার্থ। অর্থাত যে জীব সেরিসিন নামক প্রোটিন বস্তু প্রস্তুত করে তার লালন-পালন ই হচ্ছে সেরিকালচার বা রেশম চাষ।
\nরেশম চাষের মূল কার্যক্রম তিনটি-
\n\nতুঁতপাতা উৎপাদন : রেশম কীটের খাদ্য
\nরেশম পোকা (পলু) পালন
\nরেশম পোকার রোগ, পেষ্ট ও নিয়ন্ত্রণ ব্যবস্থা
\n