সঠিক উত্তর হচ্ছে: আয়োনোস্ফিয়ার
ব্যাখ্যা: বায়ুমণ্ডলকে ৫ টি স্তরে ভাগ করা হয়েছে। ট্রপোমণ্ডল, স্ট্রাটোমণ্ডল, মেসোমণ্ডল, তাপমণ্ডল এবং এক্সোমণ্ডল ।ট্রপোমণ্ডলে বৃষ্টিপাত, বজ্রপাত, তুষারপাত , কুয়াশা এসবই সৃষ্টি হয়। স্ট্রাটোমণ্ডলে ওজোনস্তর অবস্থিত যা সূর্য থেকে আগত অতি বেগুনি রশ্মি শোষন করে নেয়। তাপমণ্ডোলে আয়োনোস্ফিয়ার নামক একটি স্তর রয়েছে, এখানেই বেতার তরঙ্গ বাধাপ্রাপ্ত হয়ে ভূ-পৃষ্ঠে ফিরে আসে।