সঠিক উত্তর হচ্ছে: ২ প্রকার
ব্যাখ্যা: কার্যপ্রণালীর ভিত্তিতে কম্পিউটার মেমোরিকে দুই ভাগে ভাগ করা যায়। (১) প্রধান মেমোরি (২) সহায়ক মেমোরি। প্রধান মেমোরি: কম্পিউটারের প্রধান মেমোরিকে হার্ডডিস্ক বা রোম বলা হয়। এই হার্ডডিস্কেই কম্পিউটারের সকল প্রোগ্রাম ও অনান্য ডাটা স্থায়িভাবে জমা থাকে।